একটা গল্প লিখ
যে গল্পে থাকবে অনেক স্বপ্ন-আশার কথা,
পড়তে ক্লান্ত হবে তণু জাগবে আঁখির পাতা,
যে গল্পটি তোমার মনে আমায় বেঁধে রাখবে।


যে গল্পতে থাকবে একটা শান্তির পরিবার,
শত দুখেও মনটা ফিরতে চাবে যে আবার।
ঘর ভর্তি সুখ রবে না ভালোবাসা থাকবে।


কাছে ডাকার মন্ত্র তো নয় পাশে থাকার মন্ত্রণা,
গল্পে রবে তার কথা-পথ ভুলিয়ে দিতে যন্ত্রণা।


তুমি আমি নই তো শুধু আরও আপনজন,
সবার সাথে রবে মমতা-স্নেহের বাঁধন।
অন্য গল্পে ক্ষণ হারালেও সেই গল্পই ডাকবে।


১০-০৪-২০২১ইং