কে এলো রে আজ মনের দরজায়
কোথা হতে কোন অতিথী,
কেমন করে করব বরণ আমি
কি দিয়ে তারে জানাই প্রীতি।


বিছিয়ে দেব আমি ফুলের গালিচা
পাহাড় থেকে আনব নির্ঝর,
ঘরের কোণায় রেখে চন্দ্রটাকে
তারায় তারায় সাজাব সারা ঘর।
বসতে দেব হৃদয়ের আসনটা
দোয়েল,কোকিল গাবে মিষ্টি গীতি।


বিছানায় বিছাব সন্ধ্যামালতী
সাথে দেব আরও সাদা পদ্ম,
বিছানার চার কোণে সূর্যমুখী দেব
পরশ পায়নি যেনো ফোটা সদ্য,
সময়ের সবচেয়ে গোপন ভাঁজে রেখে
করব মধুর ও দামী স্মৃতি।