কোন স্বপনের বাসিন্দা তুমি
কোন স্বপনে দেখা দেবে বলো,
কোন স্বপনের স্বপ্ন চোখে আঁকো
কোন স্বপনে জ্বালবে তুমি আলো।
কোন স্বপনের বাসিন্দাকে করবে আপন,
চোখের মাঝে এসেছে কি না দেখা সে স্বপন।


কোন স্বপনের রং দিয়ে সেই স্বপন আঁকো,
কোন স্বপনের মায়ায় পড়ে পথে চেয়ে থাকো।
কোন স্বপনের রাস্তা দিয়ে সেই স্বপন আসবে
হাজার স্বপ্নের সুখে ভরবে তোমার ঐ জীবন।


কোন স্বপনের ভালোবাসায় বেঁধেছ বুক,
স্বপ্ন রাজ্যের সিংহাসন দেবে তোমায় সুখ।
কোন সে প্রজা রবে তোমার সেবা শশ্রুষায়
কোন সে সঙ্গী বুঝবে তোমার চায় কি নয়ন।