পথের শুরু থেকে শেষ অবধি,
অন্তরে মিশে আছ নিরবধি।
জমিন থেকে ঐ দূর নীলিমা,
আমি আর তুমি প্রিয়তম-প্রিয়তমা।
কুঞ্জে কুঞ্জে ফোটে শত শত ফুল,
সকলে দুজনার গানে মশগুল।
এস এস মিশে যাই পুষ্প ঘ্রানে,
এস তরু বীথিকা তলে পাখিদের গানে,
নতুন স্বপন বুনি দুজনার প্রাণে।


চঞ্চলও দখিনা দুষ্ট বাতাস,
তোমার আমার কথা করেছে প্রকাশ।
শোন দুষ্ট পাখোরিয়া নিয়ে তার দল,
তোমাকে আমাকে দেখে তোলে কলরোল।
এস ওদের সাথে আমরাও মিশে যাই,
যে পথের কোন সীমা পরিসীমা নাই।
এস অচেনাকে চিনে নেই মনের মত,
দুটি চোখে ছবি আঁকি শত শত।
এস গগনে গগনে চল,
ব্যাথা নাই নাই ছলও।
তনু দুটি ভেসে যাক খুশীরও বানে,
আর ফিরবনা ফিরবনা পিছু টানে,
আর তুলবনা কোন কথা দুটি কানে।


পথের শুরু থেকে শেষ অবধি,
তোমার আমার প্রেমে নেই পরিধি।
দুজনার অন্তরে একই আশা,
দুজনার মুখে আসে একই ভাষা।
যা দেখি দুজনে একসাথে দেখি,
চার চোখে যোজনে ছবি আঁকি।
দূরে রইতে না'রি কোন অভিমানে,
মোরা একই বাঁধনে বাঁধা সকলে জানে,
দুজনে এক সাথে যাই যেখানে।


চাঁদ,তারা সব কিছু পিছনে ফেলে,
নতুন মহা শূণ্যে যাব চলে।
সেই দূর আগামী জানিনা কোথায়,
সাক্ষাত দেবে কবে তোমায় আমায়।
যতনে যতনে সেথা বাঁধব নীড়,
প্রেমে প্রেমে ডুবে যাবে মন তীর।
স্বপন দিয়ে মোরা গাঁথব মালা,
সারাক্ষণ সুরেলা গীতি দেবে দোলা।
খুঁজব আরও যদি জায়গা না হয়,
ছায়াপথে হাঁটব নেই কোন ভয়।
ক্লান্ত হলে যাব বায়ুযানে,
মোরা হারবনা হারবনা কারও ব্যাথা দানে,
উঠবই উঠব শেষ সোঁপানে।
২৮-০৮-২০১৩ ইং