যদি চাঁদ হতাম,
তবে হতে কি জোছনা?
মনের কাব্য হতাম,
তুমি আপন ভাষায় করতে কি রচনা?
যদি সাগর হতাম,
তবে হতে কি তরঙ্গ?
খেয়ালি পথিক হতাম,
তুমি সারাদিন দিতে কি সঙ্গ?
তুমিই বলো কি হব
তুমি কি হবে?
শুধু জানি থাকবে পাশে সকল অনুভবে।


যদি মেঘ হতাম গগন মাঝে হতে কি বৃষ্টি,
যদি বৃক্ষ হতাম তাতে তোমার পড়ত কি দৃষ্টি?
যদি আকাশ হতাম তোমার চোখে হতে কি তারা,
আমার চোখের আকাশ সাজিয়ে দিলে
বলো কে কি কবে?


যদি রং হতাম রংধণুর তোমার মনেতে,
সাজতে তুমি ইচ্ছেমত রাখতে কোণেতে।
যেনো কেউ না দেখে কেউ না বোঝে
কেউ যদি টের পায়,
তোমার ভালোবাসার রঙের আড়াল
করতে তুমি তবে।