কালো রাত কত কেটে গেলো
যাচ্ছে আরও আছে আরও
আমি তো জানি না কবে
এই কালো রাত শেষ হবে।


সবার আকাশে চাঁদ ওঠে
আমার আকাশে আলোই নেই,
মাঝে মাঝে ভাবি বসে বসে
আমার পৃথিবীতে আকাশই নেই।
না হলে চাঁদ কেনো ওঠে না
দিনে সূর্যের আলো ফোটে না
রয়েছে আঁধার তবু আরও দেবে।


চোখের সামনে প্রতিদিনই
কত মানুষ দেখি কতনা সুখে,
পথে ঘাটে আর ঘরে বাহিরে
ঘুরছে ফিরছে তারা হাসি মুখে।
সুখ নেই সুখি নই যদিও
জীবনে বাঁচতে আমি তবুও
নিজেকে সুখি ভাবি অনুভবে।