মন আকাশে সূর্য যখন টগবগে
রক্ত-তুফান বহে যখন রগে রগে
তণুতে খেলা করে লক্ষ ঢেউ,
হঠাতই চোখটা পড়ল তোমার চোখে
ও হাসি বিধল তীর আমার বুকে
সে তীরের যন্ত্রণাটা জানল না কেউ।


ব্যস কে খুঁজে পায় এই আমাকে
এ হৃদয় শুধু তোমার ছবি আঁকে
দিন নেই রাত নেই সারাক্ষণ,
বুঝিনা প্রেম-প্রীতি-অনুরাগ
কলিজা করেছি দুই ভাগ
দিয়েছি আধেক তোমায় দিলাম মন।


নাওয়া খাওয়া বন্ধ হলো যেনো আমার
মনটা দেখতে চায় মুখটা তোমার
চোখকে বলে মন খুঁজে আন,
হরেক রকম মনের রোগ দেখা দিল
জানি না কোন ডাক্তার করবে ভালো
ঐ চোখ করতে পারবে এই সমাধান।


তোমাকে কাছে পাওয়া সম্ভব না
কেনো যে জাগল মনে এই বাসনা
এ শুধু দূর থেকে ভালোবাসা,
নামটা জানা গেছে খুব সহজেই
তোমাকে কাছে পাওয়ার রাস্তাটা নেই
এ শুধু একটা মনের মিথ্যে আশা।


সতেরো বছর গেলো জীবন থেকে
কি হবে তোমার ছবি মনে এঁকে
রেখেছি মিছেমিছি রং ও তুলি,
হয় না দেখা নিত্য তোমার সাথে
ও হাসি ঘুম কাড়ে না দিনে-রাতে
একটু একটু করে যাচ্ছি ভুলি।


২৯-০৩-২০২১ইং