শোনো মুসলমান,
আসছে ঘরে অতিথি হয়ে মাহে রমজান।


থাকবে সে তোমার বাড়ি পুরো একটি মাস,
অপমান করে অতিথিকে ডেকো না সর্বনাশ।


ভালোবাসা দিয়ে আগলে রেখো
যে কটা দিন থাকবে,
কেউ জানে না কার জীবনে
কতবার সে আসবে।


ভালো-বেসো না বেসো,ডেকো না ডেকো
আসবে তোমার ঘর,
আপন করলে আপন হবে
পর করলে পর।


মুসলিম নর-নারী সকল
শিশু থেকে বৃদ্ধ,
খোদার মিলনে ঈবলিশের সাথে
করবে সবাই যুদ্ধ।


অতীতে দেখেছি,জেনেছি,বুঝেছি
আছে ইবাদত অন্য,
সব থেকে বেশি ভালোবাসা আছে
রমজানের জন্য।


বছরে আসে মাসে চলে যায়
তাইতো এত আদর,
পড়শীর চেয়ে অতিথিদের
একটু বেশিই কদর।


ঠিক বা বেঠিক বোঝার সাধ্য
এ অজ্ঞানীর নয়,
রোজার বদলে সব পাপ মাপ
করিও গো দয়াময়।


০৩-০৪-২০২১ইং