যে নদী খড়াতে শুকিয়ে গেছে,
বর্ষাতে সে নদীতে স্রোত বইবে।
তুমি ভয় পেওনা।


তরতাজা যে গাছের পাতা ঝড়েছে,
মনে হবে গাছটি অকালে মরেছে।
বসন্তে সে গাছে ফুল ফুটবে,
তুমি ভয় পেওনা।


"পথিক মেঘের" আড়ালে সূর্য হারায়,
তাই বলে কি রাত দুহাত বাড়ায়?
মেঘ সরে গেলে সূর্যটা হাসবে,
তুমি ভয় পেওনা।


তোমার ভবিষ্যত দেখবে তুমি,
মনের মত করে সাজাও তুমি।
আপন জনের মনে সুখ আসবে,
তুমি থেমে থেকো না।