আমার ভালোবাসা মূল্যহীন,
তোমার ভালোবাসা মুক্ত-স্বাধীন।
আমার স্বপ্ন দেখা বড় অপরাধ,
তোমার স্বপ্ন দেখা সে তোমার সাধ।
আমার জীবন জুড়ে থাক বেদনা,
তোমার হৃদয়ে থাক মধু জোসনা।


আমার কান্নাতে হাসবে বাতাস,
তোমার কান্নাতে কাঁদবে আকাশ।
আমার খুশিতে ফুল ঝড়বে,
তোমার খুশিতে হবে গল্প রচনা।


তোমার আশাগুলো তারার মত,
আমার আশা হবে কুয়াশা যত।
তোমার ইচ্ছেগুলো পাহাড় সম,
আমার ইচ্ছেগুলোর ভাঙবে ডানা।


তোমার বাসনাগুলো অনেক দামী,
আমার বাসনাগুলো সব বেনামী।
তোমার কামনাগুলো আকাশ ছোঁবে,
মাটিতে লুটাবে আমার কামনা।


তোমার পথে দেব ফুল ছিটিয়ে,
আমার পথে দেবে ব্যথা বিলিয়ে।
তোমার তরে রবে সুস্বাগত,
আমার তরে বিদায় বেদনা।


তোমার তৃষাগুলো সজীব তরু,
আমার তৃষাগুলো পাষাণ মরু।
তোমার অশ্রুর দাম অগণিত,
আমারগুলোর দাম যায় হাতে গোণা।


তোমার মন ও পথ মুক্ত-স্বাধীন,
আমার মন ও পথ তোমার অধীন।
তোমার কায়া,ছায়া মুক্ত পাখি,
নিত্য উড়তে করে নব সূচনা।


এটাই তোমার তো মনের চাওয়া,
তোমাতে মিশে রবে আমার পাওয়া।
আমার আমি'র মাঝে থাকবে না কিছু,
সহ্য করে যাব সব বেদনা।