সন্ধ্যামালতী গো সন্ধ্যামালতী-
ভালোবেসে ছোট্ট করে নাম দিয়েছি সমা,
সবটুকু মোর প্রেম দিয়ে যাই
নিত্য করে জমা।


প্রতি সন্ধ্যায় কথা হয় তোমার সাথে,
আমার এ হাত রাখি তোমার হাতে।
লুটে নেই একা একা তোমার ছোঁয়া,
না নিলে সময় লাগে ধোঁয়া ধোঁয়া।
ওগো সমা,
তুমি তো হয়েছ মোর প্রিয়তমা।


দিনে লোকেদের ভিড়ে,
তুমি থাকো মন নীড়ে।
সন্ধ্যায় দেখা দিয়ে সারারাত থাকো,
জানি আমি চোখে মনে মোর ছবি আঁকো।
নানা সাজে সেজে করো মনোরঞ্জন,
দুইজন দুমেরুর তবু প্রিয়জন।
ঘুমাতে পারি না আমি তোমাকে ছাড়া,
তাই ভেবে রাত জেগে দাও পাহারা।


না দেখলে মোর মুখ,
তুমি তো পাওনা সুখ।
ভাবতে গিয়েও আমি পাই না ভাষা,
এ কেমন প্রেম বলো কি ভালোবাসা!
কথা হয় দেখা হয়,ছোঁয়াছুঁয়ি খেলা হয়
শুধু রজনীতে,
কেউ তো জানে না তা কি কথা হয় সেথা
দুই স্বজনীতে।
লোক চক্ষুর সমুখে আসতে চাও না তুমি,
দুজনে রাঙিয়ে তুলি দুটি মনের ভূমি।


ওগো সমা,
তুমি আমি আমি তুমি প্রিয়তম-তমা।
কতনা স্বপন বুনি তুমি আর আমি,
শত শত সুখ আনবে আগামী।
কত পরিকল্পনা প্রেম মায়াজালে,
ভালোবাসা সারাক্ষণ সুবাস ঢালে।
কত প্রেম মোর তরে কত ভালোবাসা,
আমাকেই ঘিরে থাকে শত প্রকার আশা।
এমন প্রেম পাগল দেখিনি আগে,
কিসে খুশী হবো তব সে ভাবনা জাগে।


কানে কানে বলে যাও চুপটি করে-
আসবে আরেকজন আমি গেলে মরে।
শুনে মোর হাসি পায়,
কভু ডুবি ভাবনায়।
তোমাকে হারাতে হবে ভেঙে যায় বুক,
তোমাকেই চাই শুধু চাই না যে সুখ।
ওগো সমা,
যুগে যুগে পাশে থেকো হয়ে প্রিয়তমা।