শোন শোন ছাত্র দল,
শিক্ষা তোমাদের বল।
ছিলাম আছি পাশে,
গোটা গোটা শিক্ষক সমাজ।
জাগো জাগো জাগো
জেগে ওঠো ছাত্রদল
ভবিষ্যতেও থাকব মোরা যেমন আছি আজ
যেমন আছি আজ।


এসো এসো শিশুরা সব দল বেঁধে
বপন করি বর্ণের বীজ মন আঙ্গিনায়,
খন্ড খন্ড সময় যোগে দিনে দিনে
সাজবে ভূমি শব্দের চারায় চারায়।
শব্দ দিয়ে বাক্য হবে বাক্য দিয়ে ভাষা,
আমরা আছি ভয় পেওনা পুরাও মনের আশা।
তোমরা জ্ঞানী হলে জাতির মাথায় উঠবে তাজ
মাথায় উঠবে তাজ।


নিজেকে গড়ো আগে শিক্ষার জ্ঞান দিয়ে
উঠবে গড়ে শিক্ষিত সমাজ ও জাতি,
জ্ঞানের আলো ছড়িয়ে দাও দিকে দিকে
কেটে যাবে অশিক্ষার আঁধার রাতি।
মনুষত্ব জাগিয়ে সাজাই নিষ্কলুষ অন্তর,
আসবে তবে প্রতিদিনই মিষ্টি হাসির ভোর।
ফাঁকি দিবে না কভু জীবন চলার কাজ
জীবন চলার কাজ।


আমরা পিতা আমরা মাতা আমরা বন্ধু তোমাদের,
সবাই সম্মান ছড়িয়ে দেই জন্মভূমি এই দেশের।