সময় তুমি বড়ই নিঠুর,
জোয়ানে তুমি সুখ হয়ে আস
বৃদ্ধে হও বেদনা বিধুর।


সময় তুমি এমন পাষাণ,
প্রাণ থাকিতে প্রাণ দিতে চাও
আধ মরারে দাওনা প্রাণ।


সময় তুমি এমন তরু,
সতেজরে দাও বাহারি রং
শুকনোকে দাও ধূ ধূ মরু।


সময় তুমি ছুটেই বেড়াও,
কর্মঠদের পাশে থাকো
অলসদেরকে দূরে পাঠাও।


একটা প্রশ্নো করি তোমায়
উত্তর কি দেবে,
কেন তুমি ভালোবাসনা
তোমাকেই ভালোবাসতে হবে?