ক)


ছায়া ছুঁয়েছে ছায়াকে কেবল
প্রগাঢ়  হয়েছে শুধু অন্ধকার,
করতলে যদি মিলে করতল
উন্মুক্ত হতো কতো রুদ্ধদ্বার।


খ)


ছায়া ফেলে মাঠে চলে গেছে হেমন্ত
শীতের ঝরা পাতা ঢাকে সে চিহ্ন,
কাল বয়ে চলে বহু রূপ ও রঙে
পরিবর্তনে স্বাক্ষী নগর কি অরণ্য।


গ)


মধ্য বয়েসে জীবনের মাঠটি
স্মৃতির প্রলম্বিত ছায়ায় ঢাকে,
গোপন ব্যথা,অপার আনন্দ যতো
মায়ার নকশীকাঁথা মনেতে আঁকে।


                           ★ ★ ★