নিঃস্বতার এক রকম গভীরতা আছে
ডুবে যায়, সব ডুবে যায়....
অর্জনের জীর্ণ পাতাগুলো দীর্ণ হয় অক্লেশে
ডুবুরী হয়ে তুলে আনতে ইচ্ছে হয়
নিমজ্জিত সুখস্মৃতি সমূহ।
কালিমার কালো জলে নামতে বড় ভয় হয়
মুক্তো-প্রবালের মতো মূল্যবান অর্জনগুলো
ডুবন্তই রয়ে যায়....
এ জীবনের মতোই কতো না জীবন
কালের সরোবরে ফসিল হয়ে রয়ে গেছে
কি আসে যায় পৃথ্বীর....
শুধু...
নিঃসঙ্গ নিস্তব্ধতার নিচ্ছিদ্র অন্ধকারে
নিজেকেই একবার, বারবার দেখার সাধ জাগে
সঞ্চিত কিঞ্চিৎ সফলতার স্নিগ্ধ আলোয়।