কবিতা একান্তই মানবিক.....
রোবট চিনেনা রবীন্দ্রনাথ
অস্ত্রের নজল চিনেনা নজরুলের বারুদ উত্তাপ
জীবনঘাতি বোমারা জানেনা জীবনানন্দকে।


মানুষের এক চিলতে সুখ,এক বুক দুঃখ
নিঃশ্বাস ভরা আশা,দীর্ঘশ্বাসে ভারী নিরাশা
পরাজিত প্রেম, অপরিমেয় ভালোবাসা...
সবই....
গেঁথে যায় শব্দের স্তম্ভে
স্তম্ভিত বিস্ময়ে যান্ত্রিকতা শুধু দেখে
আজও মানবিকতার পতাকা হয়ে উড়ছে কবিতা।