ষড়যন্ত্রের নাম যখন পরিকল্পনা হয়ে যায়
তখন বড়ই আশংকা জাগে মনে
আমরা কোথায় চলেছি ?
ষড়যন্ত্রের মুলে থাকে  অন্যায় অর্জনের লালসা
কোন এক নিয়ম বিরুদ্ধ লাভ-ক্ষতির হিসেব
আর-
পরিকল্পনায় আসবে জানি বৈধ স্বাচ্ছন্দ্য অথচ
বদলে যাচ্ছে সংজ্ঞা
সংজ্ঞাহীন হয়ে হীন চক্রান্তই দেখছি কেবল
মন জয়ের প্রতিজ্ঞা করে চর দখলে ব্যস্ত সবাই—
লাশের কান্নায় ভারী চারপাশ
বেঁচে থাকার গ্লানি জমে একরাশ।
নষ্ট সময়ে কষ্ট বাড়ে , ধৈর্য বাড়ে  আরও—
ছাপ্পান্ন হাজার বর্গ-মাইলের কারাগারে
শৃঙ্খলিত নৈতিকতার আর্তনাদ ছাপিয়ে আজ
উ-শৃঙ্খল কারারক্ষীদের অট্টহাসি শুধু কানে বাজে ।
ষড়যন্ত্রের নাম এভাবেই যেন নির্দ্বিধায় পরিকল্পনা হয়ে যায় ---