কাগজের ফুল
সেও দামী অর্ঘ হয় যদি
থাকে তাতে হৃদয়ের ঘ্রাণ ।
গাঁথা মালায় যদি না থাকে প্রাণের রঙ
তবে বিবর্ণ সে এক মলিন ম্যানিলা রোপই যেন ।
নিয়ম রক্ষার উপহারে , আয়োজনটুকু শুধু থাকে
প্রায়শ থাকেনা ত্যাগের উদ্যোগ –
না না  বস্তুগত ত্যাগ নয়,আমি আত্মত্যাগের কথা বলছি –
একটি বাসী পাপড়ি ঝরা ফুলও যদি বোঝাতো—
“একান্ত তোমার জন্যই আমি ।“
আমি ধন্য হতাম।
আমি সুবাস পেতাম আকুলতার
একটি প্রাণের জন্যে আরেকটি প্রাণের ব্যাকুলতার
পেতাম হাজার মানুষের ভিড়ে শুধু একজনের
বিশেষ মানুষ হবার গৌরব।
কাগজের ফুলকেও  তাই অবহেলা করি না আমি
যদি তার স্পর্শে পেয়ে যাই প্রেয়সীর প্রাণের স্পন্দন ?
                     @@@@@@@


(ম্যানিলা রোপ = ফাঁসির দড়ি )