কোন এক মূর্ছিত সকালে আমার উপলব্ধিরা
বিবেকের দরজায় কড়া নেড়ে জানালো—
আমাকে শুদ্ধ হতে হবে ।
সহস্র বছরের জ্ঞানালোকে আলোকিত সত্তার কাছে আমি
রেখেছিলাম প্রশ্ন—
কি করে শুদ্ধ মানুষ হবো আমি ?
ঋদ্ধ ঋষিরা , মগ্ন মনীষীরা লব্ধ জ্ঞানে দীক্ষা দিয়েছেন—
“ খুন কর নিজেকে আগে
  গলা টিপে ধর অহমিকার
  ভুলে যাও যত অর্জন তোমার ।“
বললেন তারা—
“যে কাজ করেছো ভালো যাও ভুলে তা
খুঁটিয়ে বরং দেখতে পারো মন্দ ছিলো যা ।”


তাই চাইছি আমি –
বিনাশন মুছে দিক এই আমাকে
তবেই ফেরা যাবে শুদ্ধ এক আমাতে ।
মানুষের খোলস ছেড়ে চাইছি মৃত্তিকা হতে
পুণ্য মনে শূন্য থেকেই হোক সুন্দরের টানে পথচলা
নির্ধারিত মৃত্যুর , শারীরিক মৃত্যুর আগে এই স্বেচ্ছা মৃত্যুই
গড়ে দেবে জীবনের সার্থকতা –
আত্মশুদ্ধির আত্মতৃপ্তি পেতে আমি তাই
চাই একবার খুন হতে –নিজেরই হাতে ।