আমার সুখ স্মৃতিগুলো সব চুরি হয়ে গেছে
তোমার দুঃখ নদের জলে নাইতে নেমে
রেখে এসেছিলাম সব তীরের বালুচরে
কষ্টের কষ্টি পাথরে ঘষে দেখতে চেয়েছিলাম
আমার সহিষ্ণুতা --পারিনি আমি
পারিনি ডুব সাঁতারে ঐ ডেড সীর চেয়েও ঘন
নোনা জলের একটু গভীরে যেতে--
ভেসে থাকতে বাধ্য শরীরে পরাজয়ের প্রলেপ মেখে
আমি উঠে এসেছি বার বার---
তারপর একেবারেই ফিরে যাবো বলে কুড়িয়ে নিতে
এসে দেখছি নেই আমার সুখ স্মৃতিরা ।
বলো, নিঃস্ব জীবন নিয়ে কি মরণের পথে হেঁটে যাবো?
এমন তো নয় যে মানস সরোবরের, বৈকাল হ্রদের কি
মন্দাকিনীতে যাবার পথটি আমার অচেনা --
মারিয়ানা ট্রাঞ্চের অতল তলেও ডুব
দেবার প্রত্যয় আছে আমার--
আবার একটু সুখ সঞ্চয় তাই অবধারিত হয়ে পড়ে
আমি দ্বিধার কাঁটালতা পা থেকে ছাড়িয়ে এগোই সামনে
পেছনে পড়ে রয় স্মৃতি হারানোর বালুচর, নোনা কষ্ট নদ।