কি লিখি এই বর্ষায় ?
কবিতার শব্দগুলো সব ধুয়ে নিয়ে যাচ্ছে প্রবল বর্ষণ
মনের ভাবও দ্রবীভূত আজ বৃষ্টির গানের তালে তালে
থৈ থৈ জলজ জমিনের বুকে স্মৃতির ঢেউ নেচে বেড়ায়
এ অনুভূতি লিপিবদ্ধ হতে চায় না ,শুধু উপলব্ধির স্রোতে ভাসিয়ে নেয়।


কি লিখব আর বর্ষাকে নিয়ে?
সেই বরং দেখছি লিখে চলেছে জগতের ভবিতব্য
লিখছে সে ফসলের ভাগ্য, লিখছে জলজ-প্রাণের জীবনায়ু
বিধাতার দানে-- প্রকৃ্তি কৃ্তজ্ঞতার কান্নায় ভিজে যায়।
আমরা এদিকে হিসেবে ব্যস্ত- জলাবদ্ধতায় আমাদের সমুদয় ক্ষতি নিয়ে
মানব সৃষ্ট প্রতিবন্ধকতায় আবদ্ধ জলরাশি অযথাই
অভিশাপ কুড়োয় অবিবেচক মানুষের।


বৃষ্টি একমনে ধূয়ে নিচ্ছে আমাদের ধ্বংসযজ্ঞের ধূসর ধূলো
পাতার পিঠের,ঘাসের বুকের ময়লা ঢাকা আস্তরণ।
বৃষ্টি ধোয়া ঝকঝকে চারপাশ উজ্জ্বল রোদে চকচক করে জ্বলে
নব যৌবন পেয়ে নদী-নালার স্রোতধারা ছূটে আনন্দ নিয়ে--


নিশ্চুপ দাঁড়িয়ে , বৃষ্টিতে ভিজেই বৃষ্টির গল্প শুনবো আজ
আমার কবিতার শব্দে সাজাবোই আমি বর্ষাকে--
বর্ষণে বর্ষণে জলমগ্ন হবে কবিতার শব্দ ,ভাব
আমি লিখবো বর্ষার কথা--
বৃষ্টি পড়বে টুপটাপ ,চুপচাপ সবার মনে ।
     ( "বরষার আয়োজন" )