কাতারে কাতার সাজে
কাঁধে মিলে কাঁধ
খতম তারাবী হবে
খুশী ভাঙ্গে বাঁধ।


সব ছেড়ে হাজির আজ
মহাপ্রভূ সনে
কতো না বিপথে গেছি
ভীতি তাই মনে।


চেনা অচেনার সাথে
মিলেমিশে রাতে
শুনি কোর’আনের সুর
হাত বেঁধে হাতে।


দাঁড়াবো আসামী হয়ে
ক্ষমা পেতে তাঁর
সে যে মহাপ্রভূ মোর
করুণার আধার।


কতো না জমেছে পাপ
ভাবি এই ক্ষণে
রমজানে পাবো মাফ
আশা তাই মনে।