বদলে যায় মানুষ
তাকে বদলাতেই হয় , নিজে থেকেই কি অজান্তেই
অভ্যস্ততাই নতুন অভিযোজনে তাকে আস্বস্ত রাখে
বদলে যায় মানুষ --নব নব পরিপ্রেক্ষিতে।
তারপর একেকটি পর্বে পর্যায়ক্রমে
চলে নিজেকে মিলিয়ে নেয়া--
আগের পর্বের সাথীরা নতুন পর্বে পদার্পণ করতে না পারলে
অযথাই হিপোক্রেসির সংজ্ঞা খোঁজে।


মানুষ তো বদলেই যায়--
শুধু কিছু ধ্রুবকের মতো অপরিবর্তনীয় স্বভাব বৈশিষ্ট্য তাকে ছাড়ে না
তার ভালো লাগা ,মন্দ লাগা সময়ের স্পর্শে বদলে যায়--
তাই যাকে দেখছো এখন
সে হয়তো ছিলো না এমন
হয়তো থাকবেও না এমনই।


দেখছো, সবাই কতো বদলে গেছে
দেখছো কখনো আফসোস নিয়ে, কখনো আগ্রহ নিয়ে,
কখনো চরম বিস্ময় নিয়েই।


পরিবর্তন কি একটুও ছোঁয়নি তোমাকেও?
বদলাতে যখন হয়ই ,
যাও, তবে বদলেই যাও
শুধু বদলে ফেলোনা --
মাতৃভূমির জন্যে ভালোবাসা
মাতৃভাষার জন্যে মমতা
জনক-জননীর প্রতি কর্তব্য
জীবিকা অর্জনের সততা
প্রিয়জনের প্রাপ্য প্রণয়
বিশ্বাসের বলিষ্ঠ ভিত।


মানুষ তো বদলেই যায়, তবু
কিছু কিছু জিনিষ তার বদলে গেলে ,
জীবনটাই অর্থহীন হয়ে যায়।