মানব জীবনের বড় আক্ষেপ থাকে
যায়নি কেন করা সঠিক সময়ে সঠিক কোন কাজ --
বিক্ষিপ্ত মানসের মহাযজ্ঞে মহাসমর চলে
কর্তব্য ,ইচ্ছে আর নিয়তির--
মানুষ তাই নিয়ত নিজেকে ভাগ্যের ক্রীড়ানকই ভাবে
যখন ঈপ্সিত লক্ষ্য থাকে অধরা।


স্থির মস্তিষ্কে যদি কেউ ভাগ্য নির্মাণের,
লক্ষ্যভেদের সঠিক সময়টি অন্বেষণ করে
তবে সে খুঁজে পেতো বর্তমানকেই--
বর্তমানের মাঝেই তা বিদ্যমান।


বর্তমানই গড়ে সুন্দর অতীত
বর্তমানই সাজায় সহজ ভবিষৎ
বর্তমানে দাঁড়িয়েই অতীতের শিক্ষাকে আত্মস্থ করা যায়
বর্তমানে থেকেই সঠিক পরিকল্পনায় আগামীতে পা ফেলা যায়।


সময়ের মূল্য যদি বর্তমানকে ঘিরেই---
তবে আমরা করছিটা কি?
কী ভাবছি এই এখন ?