হে নবজাতক,
তোমাকে স্বাগত জানাতে এসে বড় লজ্জাই হচ্ছে আজ
সংকোচের পোঁচে পোঁচে রক্তাক্ত হৃদয়ে হচ্ছে তীব্র রক্ত-ক্ষরণ
হাসি হাসি মুখ করে আমন্ত্রণ জানাচ্ছি তোমাকে সর্বনাশা এক বিশ্বে
এখানে নিঃশ্বাসে বিষ, বিশ্বাসে ধরেছে চিড়, জটিলতার জমাট ভিড়।


আমরা পারিনি তোমার জন্যে সাজাতে সুস্থ-সুন্দর আবাস
ধরিত্রী আজ পরিত্রাণ চাইছে আমাদের অত্যাচার থেকে
সব শৃঙ্খলা প্রকৃতির , আমরা ভেঙ্গে ফেলেছি চরম উ-শৃঙ্খলতায়
জানি,
সব দূষণের দোষ , তোমাদের আফসোস, বইতে হবে আমাদের আত্মারই
আমরা তোমাদের আগামীতে না থাকলেও হয়ে রইব অন্তর্বর্তী অপরাধী।


হে নবজাতক,
বড় ইচ্ছে করে বলতে তোমায় , “ ফিরে যাও তুমি, এসো না এইখানেতে এখন।“
অথচ তোমার জন্মের নিয়তি নির্ধারিত এ সময়-ক্ষণ , নির্বাপিত করে সে ইচ্ছে,
অনিবার্য আগমনে তুমি আনন্দ বিলাও আমাদের রুগ্ন মনে।


এখানে সভ্যদের অসভ্যতা দেখে যেতে হবে তোমায়
বর্বরদের মর্মর প্রাসাদে দেখবে বিজয় পতাকা উড়ছে ফরফর
এখানে অধিকার রক্ত হয়ে গড়িয়ে যায় রাজপথে
অন্যায়ের প্রতিবাদকারী ,’প্রতিরোধ-যোগ্য সন্ত্রাসী’ বলে হয় আখ্যায়িত।
এখানে দুর্নীতির দুর্বিনীত স্পর্ধা ন্যায়-নীতিকে নিঃস্ব করে ফেলেছে
এখানে উদারতা উদ্বায়ী , প্রতারণাই প্রভাবশালী ।


হে নবজাতক,
তবু মনে বড় নীরব আশা নিয়ে এসেছি আমি
হয়তো তুমিই সেই সংশপ্তক , যে হবে না নতমস্তক
এই আঁধার আকাশে বিদ্যুৎ হয়ে , বজ্র কঠিন প্রত্যয় নিয়ে
ফেরাবে মাতাল পৃথিবীকে শুদ্ধতার কক্ষপথে ।