সংগ্রাম চলছে--
মুষ্টিবদ্ধ হাত উঠছে উর্ধ্বপানে
শ্লোগানে উত্তপ্ত আকাশ বাতাস
দাবী আদায়ের প্রতিজ্ঞায় শক্ত চিবুক, মুখ মিছিলকারীদের
পুঞ্জীভূত ক্ষোভ -সঞ্চারিত গোটা সমাবেশে
এখানে আগুন জ্বলছে সবার মনে --
সংগ্রাম চলছেই--
দাবীর ন্যায্যতা আপেক্ষিক বিষয়
আমরা সে বিচারে যাবো না , শুধু লক্ষ্য করে যাবো
সমষ্টির সংঘবদ্ধ শক্তির বলিষ্ঠতা--
বিক্ষোভ অকস্মাৎ ভাঙ্গলো বাঁধ
তাঁর জোয়ার আছড়ে পড়েছে নিরাপরাধ, নিরপেক্ষ বলয়ে
অবধারিত বাধায় ভেঙ্গে গেছে ধৈর্য্যের, শৃঙ্খলার বাঁধ।
মানব সত্তা নিমিষে অবলুপ্ত--দানবের আগ্রাসনে--
রক্তাক্ত ক্ষত মানবতার বুকে--


সভ্যতা তো এগুচ্ছে---
এই চিরাচরিত চিত্রটি কি বদলে যেতে পারে না
নতুন দিনের রাজপথে ?