কুসুম সুর্যটা ঐ উঠছে, সে তো আমারই জন্যে
এই যে বিশাল সমুদ্রের ফেনিল  ঢেউ আছড়ে পড়ছে
তাও তো আমারই জন্যে--
সবুজ বনানী, ফুলেল শোভা , পাখীর কূজন সবই তো
মনে হচ্ছে আমাকে ঘিরেই --
আমি নেই তো কিছু নেই।


আমার শ্রবণে ,আমার দর্শনে ,আমার অনুভবেই অস্তিত্ব সবার
আমার অস্তিত্ব মুছে গেলেই মুছে যাবে যেন সব।
আমি আছি ,তাই তুমি আছো,তুমি হয়ে আছো
আমার চোখ দিয়ে আমার মতো করেই দেখেছি সব , দেখছি আজও
হয়তো অনেক কিছুই আসলে অন্যরকম--
আমার পৃথিবীতে যা যেভাবে ধরা দেয় ,আমি তাকে তাই ভাবি ।


একদিন আসবে যেদিন থাকবে না এই পৃথিবী
থাকবে না উদারতা শেখানো এই আকাশ
বিশালতা চেনানো এই পাহাড়, বিপুল জলরাশির উচ্ছ্বাসভরা
প্রমত্ত সাগর, স্নিগ্ধ রূপময়ী জ্যোৎস্না ভেজা প্রান্তর,
ফুলের বনে পাখীদের উৎসব , তোমার তীব্র উপস্থিতি--


সেদিন আসলে যে থাকবো না এই আমিই ।