বড় হালকা বোধ করছি আমি আজ
বধির , অন্ধ ,পক্ষাঘাতগ্রস্তের মত এক
যোগাযোগ-শূন্য প্রাণী হয়ে দেখেছি--
দায়হীন হিলিয়ামের বেলুন হয়ে উড়ছি স্বস্তির আকাশে
এতোটা হালকা হলে আসলে আর মানুষ থাকা যায় না।
দীর্ঘায়িত স্বস্তি এক সময় প্রবল অস্বস্তি হয়ে দাঁড়ালো
দায়শূন্য মানুষ আসলে নির্দয় নিজের প্রতি
অন্যের প্রতিও --


অনেক পথ্যই নেপথ্যে কাজ করে যায়
আমাকে দাঁড় করিয়ে রাখতে
জীবনের প্ল্যাটফর্মে আমার ভঙ্গুর কাঠামোটা তাই
কোন রকমে আছে দাঁড়িয়ে ।


সঙ্গহীন বিহঙ্গ - যাত্রার এই প্রহরে
নৈশব্দের কারাগারে নিঃসঙ্গতায় নিঃস্ব
ভাবাবেগে আমি নিজেকে বড় একলা দেখি।


সম্পর্কের জাল এমন করে আমাকে ঘিরে ছিলো
আমি বুঝতে পারিনি তা আগে--
সুতো কাটা ঘুড়ির মতো বিচ্ছিন্ন পতনে আমি
অনিশ্চিত এক পৃথিবীকে দেখছি --


এককের শক্তিতে সমষ্টির এতো অবদান থাকে
আমি জানতাম না তা ।
স্বার্থপরতা বরং আমাকে শেখালো অনেক
দিয়েছে প্রেরণা সে পরার্থে কিছু করারই।