অরাজকতায় অন্ধকার জনপ্রান্তরে কেউ কেউ
আসেন দেবদূতের মত দ্যুতি ছড়িয়ে , যার প্রভায়
দূর হয়ে যায় মানব রচিত অনিয়ম অত্যাচারের কালিমা
সেই মানুষদের আমরা যুগে যুগে স্মরণ করি কৃতজ্ঞ চিত্তে।


দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ দেশে অত্যাচারী প্রভু সেজে থাকা
অমানুষ কবলিত উত্তর আমেরিকার ভাগ্যাকাশে
উদয় হয়েছিলো এক মহানুভব গণ-মানুষের নেতার--
যার জোরালো বক্তব্যের শক্তিতে বদলে গেলো
বিভ্রান্ত সমাজ--মুক্ত হলও সে দেশ দাস প্রথার অভিশাপ থেকে।
আমি লিংকনের কথা বলছি--
আমি সেই মহান নেতা আব্রাহাম লিংকনের কথাই বলছি যার
এক “গেটিসবার্গ এড্রেস” থেকেই গণতন্ত্র পেয়েছে সঠিক সংজ্ঞা
অমিত শক্তি-সঞ্চারী তার কালজয়ী বিদগ্ধ ভাষণে আজও মোহাবিষ্ট হই আমরা।


যুগে যুগে মানুষকে প্রভাবিত করেছে সাহিত্য-
লিংকনের চেতনায় “আংকেল টম’স কেবিন” তেমনই রেখেছে
অবিস্মরণীয় ভূমিকা--
তার সুপ্ত মানসিক যন্ত্রণা , বিক্ষোভে বিস্ফোরিত হলো এর প্রভাবেই
তার মর্মস্পর্শী আহ্বানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো অনেকে
এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের বিনিময়ে দেশ তার মুক্ত হলো দাসত্ব প্রথার কবল থেকে।
সেই ইতিহাসের সোনালী সূর্যোদয়ের দিনে
মানুষ নেতৃত্ব পেয়েছিলো এক সুগভীর মনোযোগী পাঠকেরই আসলে
যার শোণিতে এক লিপিবদ্ধ অন্যায়ের চিত্রাবলী বিদ্রোহের বীজ বুনেছিলো  ।


আজও সাহিত্যে শুদ্ধতার লক্ষ্যে প্রেরণার বাণী ,
বিদ্রোহের নিমিত্তে শক্তির স্ফুলিঙ্গ
শান্তির জন্যে উদাত্ত আহ্বান দেখা যায়।
আমরাই শুধু মহান বাণীকে আত্মস্থ করার উপযুক্ত পাঠক
হয়ে উঠতে পারি না --
মহাত্মা লিংকনের মতো ।