যদি কোনদিন হঠাৎ  দেখা হয়ে যায় পৃথিবীর কোন প্রান্তে
আমি হয়তো অভিমান ভুলে বলবো ,”কেমন আছো তুমি ?”
নয়তো নিতান্ত অপরিচিতের মতো মুখ ফিরিয়ে যাবো সরে
হৃদয়ের উত্তাপ উচ্ছ্বাস হয়ে যদি ভাসে মুখে
আমি দেখাবো না  সে মুখ তোমাকে।
বলবো কি আর কোন কথা ,মনে এলে?
নাহ, নীরব ব্যাথার নক্সা আমার মনের আঁচলেই থাক,
আমি সৌজন্যের আলখেল্লায় নিজেকে ঢেকে
বাড়াবো কি হাত সেই ক্ষণে ? কিংবা একটু কোমল দৃষ্টি ?
আমি জানি তোমাকে দেখলেই সগর্জনে অতীত
আছড়ে পড়বে মনের ভেজা জমিনে।
আমি নিমজ্জিত হবো স্মৃতির নোনা স্রোতজলে
সে বড় বানভাসী দশা –
দীর্ঘ অদেখার জড়তা বোধহয় আমাকে জড়িয়ে
রাখবে আমার মধ্যেই—
বিড়ম্বনার বেড়াজালে বন্দী তোমাকে কেমনই বা দেখাবে?
নাহ, আমি চাইনা দেখতে তোমার অস্বস্তি।


কি হবে আর তোমার দেখা পেয়ে?
বরং এই কল্পনার শক্তিটুকু থাকনা স্বস্তির সঞ্চয় হয়ে ।