এবার যুদ্ধ হবে
হবেই এ যুদ্ধ ভয়ের সাথে।
ত্রাসে কাঁপবে এবার সন্ত্রাসের বুকই
বিদীর্ণ ভীতির খোলসটাকে ছিটকে ফেলে
আমি ঝাঁপিয়ে পড়বো পরম বিক্রমে
এবার যুদ্ধ হবে---
উদ্বুদ্ধ হবে কম্পমান অন্যেরা,
সংক্রমিত শক্তিতে উজ্জীবিত সংঘ
নির্ভীকতার উল্লাসে হাসবে।
কোণঠাসা হয়ে আর থাকা নয়
বরং এই কোণেই খুঁড়ব আমি ভীতির কবর।
আমার শোণিতে এখন বজ্রের গর্জন
ঋজু শরীরে শৌর্যের ঝংকার
আমার তীক্ষ্ম তরবারির ধারে কেটে যাবে ভীতির মায়াজাল
আমি লড়বো , আমি গড়বো ভীতির শ্মশান ।
আজ আমি নির্ভয়, আমি দুর্জয়,
আজ দুরন্ত বেগে,দুর্দম রোষে ,দুর্গম করব জয়।
এবার যুদ্ধ হবে—
আমার ভেতরে হাজার আমি আজ লড়বে
আমার প্রতিটি অঙ্গ হবে বিধ্বংসী অস্ত্র, ছত্রভঙ্গ হবে সব ।
ভীতির ভগ্ন দশায় ভীষণ আঘাত হেনে
আমি দেখাব সাহস ,শক্তি
আমায় করবে ভীতিই ভক্তি
এবার যুদ্ধ হবে।