খিল দিয়েছি মনের ঘরে
অনেক ‘গোপন’ রেখে
আগামীতে পা দেয় জীবন
বেবাক স্বপন মেখে।


হাসছি আমি কান্না ঢেকে
বিনিদ্র রাত জানে
শোকের অনল, শীতল গরল
রিক্ত প্রভাত আনে।


অসহ্য এ অভিনয় আর
চলবে কতোদিন ?
নিজের কাছে জমছে আমার
সুখের যতো ঋণ ।


যুদ্ধ চলে মনের ভেতর
রুদ্ধ কপাট মাঝে
ফেলবো মুছে সেসব ব্যথা
কমুক বোঝা লাজে।


মুক্ত দুয়ার, বিমল বাতাস
বইবে মনের ঘরে
আমার মতো আমি হয়েই
বাঁচবো জনম ধরে।