আকাশ ডুবে যাওয়া বিলের বুকে
ফুটেছে শ্বেত পদ্ম
তাকে কাছ থেকে ছুঁয়ে দেখতেই যেন
নুয়ে পড়েছে অচেনা বৃক্ষের শাখা হাত।


পাড়ের কাছে ধ্যানমগ্ন এক ধবল সন্ন্যাসী বক
এক ঠায় দাঁড়িয়ে যেন অনন্তকাল,
বেশ খানিক দূরে শুভ্র পরী এক গর্বিতা  মা হাঁস
তার আদুরে ছানাদের প্যাঁক প্যাঁক করে শেখাচ্ছে কিছু।


সুখী মাছেরা ভুস করে মাথা তুলছে মাঝেমাঝেই
ঝলমলে মাছরাঙা ওত পেতে আছে কাছেই,
টলটলে পানির বুকে উড়ে যাওয়া পাখীদের ছায়া
নেচে নেচে যায় পাড়ের ঘাস-সিড়ি অবধি ।


বিলের ছবিটা এমনই হওয়ার কথা ছিল—
হয়নি তা, আশপাশের মিল ফ্যাক্টরীর বর্জ্য
বরবাদ করে দিয়েছে সব, বিষাক্ত কালো পানির ওপর
ভাসছে মরা মাছের সাদা –হলদেটে বুক,
চিৎ হয়ে হাস্যকর ভঙ্গিতে আকাশ দেখে মৃত ব্যাঙ কতক।
দূষিত পানিতে আধডোবা ঘাসগুলো কালচে হয়ে আছে
কাছের ডাঙ্গাতেও হাঁসেরা নিরাপদ নয়, আর যাদের
শক্ত ডানা আছে ,সেই মাছরাঙা কি বকেরা আর
এদিকটায় আসে না ----


পরিকল্পনাহীন পদক্ষেপের আনা পরাজয়ে পতিত আমরা
ভারসাম্যহীন ভোগ লিপ্সায় ভাগ্যাহত আজ সবাই ---
ফিরিয়ে নাও  তোমাদের অপরিনামদর্শী বিকৃতি
ফিরিয়ে দাও আমাদের হৃদয়-স্পর্শী সেই প্রকৃতি ।