তুমি যদি সেই রকম হও, কি যায় আসে আমার
আমি তো আর নই সেই রকম.
এই কি যথেষ্ট সান্ত্বনা নয় আমার জন্যে?
কেন বলো আমি ধাবিত হবো বিব্রত করতে তোমায়
কতো লাভই বা জমবে আমার এই অন্যের চরিত্র হননে?


তবু আছি আমরা এই নিয়েই-দিনমান—
লুটাতে কারো না কারো সম্মান।
প্রতিনিয়ত গসিপে সীপ দিয়ে চলে আমাদের অন্যের দুর্দশা পান,
অসুস্থ মানসিকতার দুষিত এ বাতাস
সংক্রমণ ঘটায় মনে মনে—
ভাল মনে তা ফেলে বিরূপ প্রভাব
অন্ধকার ঘনিয়ে আসা মনের প্রান্তরে ডানা মেলে শয়তান
আমাদের কলুষিত মনে স্থান করে নেয় অনাকাঙ্ক্ষিত কিছু
অবলোকনের দুর্নিবার অন্যায় বাসনা ।
অনুসন্ধিৎসা ভাল , তবে তা কুৎসা রটনার অভিপ্রায়ে ছুটলে
আমাদের আগ্রহ যেনো বাড়ে তাতে বহুগুণ – প্রবৃত্তির প্রবল প্ররোচনা।
আমরা আয়নায় নিজেদের দেখি না,
আমাদের চোখ খোঁজে শুধু অন্যের অন্যায়,
গোপনীয় গল্পের লোভনীয়  সম্ভার,
চাই নিষ্কৃতি এবার –
ভালোর আলোয় আসুক জীবনে পবিত্র প্রভাত ।