ভিক্ষুকের ঐ ধাতব থালায়
সশব্দে পড়ে পয়সা
অদূরে দাঁড়ানো দরবেশ মনে
জেগে ওঠে তাতে গোসসা।


দাতারে ডেকে নম্র স্বরেই
করে যান তিনি নসিহত
“অহংকারী দানে কিনিওনা
পরকালে তুমি মুসিবত।“


“অর্থ গড়ছে এখানে বিভেদ
কারো বেশী ,কারো কম
মানুষ কিন্তু খালি হাতে যায়
যখন আসবে যম।”


“ সবিনয় দানে কিনে নাও তুমি
ঐ ভূবনের সম্বল
তোমার দখলে আছে ঠিকই জেনো
অন্যের রুটি-কম্বল।”


“ ত্রাণের মাঝেই পরিত্রাণ আছে
নীরবে যতনে কোরো তা,
এ জীবনেও তার আছে প্রতিদান
আনবে সুখের বারতা।”