আমার শক্ত খোলসের ভেতরে
নিঃশব্দ কষ্ট ক্ষরণে জন্মেছিলো
তীব্র বেদনার নীল মুক্তো—
তিলে তিলে দিনে দিনে কষ্টের কষ
জমে জমে আজ দ্রষ্টব্য হয়েছে সে –
তুমি দেখে নির্লিপ্ততায় শুধু বললে, “বাহ ,বেশ তো!”


আমি তো লুকিয়েই রেখেছিলাম তা,
তোমার সমূদ্রে নেমেই আমি ঝিনুক হলাম
আমি কষ্ট পেতে শিখলাম—
নীল মুক্তোটা বড় হতে লাগলো
আজ হারিয়ে যাবো বলেই, এনেছি তা তোমায় দেবো বলে।


সমূদ্র ছেড়ে আজ মরুর বুকে যাবো
ফসিল হয়ে হয়তো উঠবো কোন কালে—
জানবে না কেউ পাথর সে ঝিনুকের বুকে
নীল মুক্তো ছিলো—
তীব্র কষ্টে সৃষ্ট বড় দুষ্প্রাপ্য নীল মুক্তো ।
তোমার অহংকারী গ্রীবায়
আমার কষ্ট তোমার গৌরব হয়ে ঝুলবে –
হয়তো একদিন স্বচ্ছ কোন আয়নায়
তোমার নিজেকে বড় বেমানান লাগবে –নীল মুক্তোর সাথে
অশ্রুজলের লোনা সমূদ্রে নীল মুক্তো ডুবিয়ে , ভাববে—
এই জীবনে খুব বড় এক ভুল হয়ে গেছে ।