নতুন প্রভাত প্রভায় হেসেছে স্বপ্নের যত ছবি
যেদিন শব্দে ভাবনা গেঁথে হয়ে গেছি আমি কবি।
বোধের বহ্নি বাহিত শোণিতে কাব্যের লেখনীর
রইবে কাব্য, জীবন-নদীটি গেলে ছেড়ে দেহ তীর।


যাপিত জীবনে যত যন্ত্রণা, দেখি যত অবক্ষয়
প্রতিবাদী হয়ে চেয়েছি করতে অসীম দুঃখ জয়,
উপলব্ধির উপকূলে হেঁটে পেয়েছি জ্ঞানের নুড়ি
কাব্যের পথ গড়ে সেই নুড়ি শব্দের সাথে জুড়ি।


কবিতা আমার আজব আরশী ,নিজেকেই খুঁজি আমি
মনে হয় এরা অমূল্য ধন জীবনের চেয়েও দামী
না দিলে বিধাতা সহায়তা এতো,হতো না কিছুই জানি
পাঠকেই গড়ে কবির সত্ত্বা ,সর্বান্তকরণে মানি ।


মন-মরুভূমি তৃণদলে ছায় সবুজ ভাবনা নিয়ে
বোধের বৃক্ষ বিশালতা পায় চেতনার রস পিয়ে
শব্দ মিছিল মুখরিত হয়ে তাড়ায় শ্লেষ অক্লেশে
প্রগাঢ় প্রশান্তি পরিতৃপ্তি আনে কবিতায় অবশেষে।