মাঝরাতে--
সুকরুণ সুরের মাঝপথে
গীটারের তাঁর ছিঁড়ে ধ্বনিরা ছিটকে পড়ে
ঘরের অন্ধকার কোনে কোনে-
বিষাদের বিবমিষা আরও প্রবল হয়ে ওঠে।


কচ্ছপ-আরোহী রাত ফুরাতে চায় না যেন
জোছনার আশায় জানালা খুলতেই
অন্ধকার ধাক্কা দেয় চোখে--
আজ অমাবস্যাও নাকি?
নাকি দুঃখী মেঘেরা কালো পোশাক গায়ে
ঘিরে আছে চাঁদকে নালিশ জানাতে...
কবরের নিস্তব্ধতা ঘেরা এ রাত
অজানা আশংকাকে ঘনীভূত করে--
কষ্টের ঝড় আসবে নাকি ?
লন্ডভন্ড হয়ে যাবে সব স্বপ্ন-সাধ
এই নিশীথে কি নিঃস্বই হবো আমি?


জীবন সম্বিত ফিরে পেতেই তাঁর বিম্বিত আলোয়
আমি আঁধার সুরঙ্গের মুখ খুঁজে পাই --
জানি আমি ,এ রাত অনতিক্রমণীয় নয়
এই রাত ভোর হবেই
গর্বিত দূর্বাঘাসের বুকে ঝিকমিক করে
জ্বলবে দুঃখ জয়ের কান্না শিশির,
মরণ ডাকা মরুভূমির বুকে আমি স্বর্গীয় মরুদ্যানের দেখা পাবো
পল্লবিত শাখায় শাখায় গাইবে আবার সুখপাখীরা ।