তাকাও--
তাকাও হে চক্ষুষ্মান অন্ধ--
অন্তরের দৃষ্টি মেলে একবার শুধু দেখ ।
বিভ্রান্তির ধুম্রজাল ভেদ করে যদি যায় সে দৃষ্টি
তবে, সাদার ভেতরের কালোকে দেখবে তুমি
দেখবে অন্তহীন অন্তরের অভ্যন্তরে
ঘোলা জলে শয়তানের সন্তরণ--
শান্তির ফুল বাগানে অশান্তির কাঁটাঝোপ--


আরো আসবে--
নাকে বিশুদ্ধতার নির্যাস আনা সুগন্ধ
শোনা যাবে কবিতার চিৎকার
দেখা যাবে সংগীতের আঁকা ছবিটি
স্পর্শ করা যাবে সুখ কি দুঃখকে ।


অনুভবের পৃথিবী অনুভূতিতে তুলবে আলোড়ন
গভীরে অবগাহনে উন্মোচিত হবে মনের গহীন
শুদ্ধতা পিয়াসী , হে সাহসী মানুষ
তুমি তাকাও  
দেখো চেনা পৃথিবী নতুন আলোয় , সেই দৃষ্টি মেলে ।