এই কবিতার আসর থেকে হারিয়ে যাওয়া অনেক প্রিয় কবির মুখ আমি দেখিনি , দেখেছি তাদের কবিতার আয়নায় ,মন্তব্যের প্রতিবিম্বে । আসর মাতিয়ে রাখতেন ঋদ্ধ কবি আমাদের সবার খুব প্রিয় সুশীলদা ,সুশীল রায় ; কি কবিতায় কি মন্তব্যে তাঁর বিশাল মনটা প্রতিভাস হতো ।তাঁর জাঁদরেল মন্তব্যে অনুপ্রাণিত হয়ে লিখেছি অনেক কবিতা --আমি বিশেষত ঋণী তাঁর কাছে । একবার লিখেছিলেন ," কবি আপনাকে কাছ থেকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে ।" আজ প্রফাইলে আমরা ছবি রাখছি ,দেখছি একে অন্যেকে ,শুধু সুশীলদাকে দেখা হলো না আমার ,সম্ভবত কোলকাতায় থাকেন , কবি পরিচিতি আছে ,কিছু শিশুতোষ বইও পাবলিশ হয়েছে,দুর্দান্ত অনুপ্রাস রচনা করে আমাদের মাতিয়ে দিয়েছিলেন ।এ আসরে বিস্তর সময় দিয়ে অসুস্থও হয়ে গিয়েছিলেন । বিশ্রাম নিতে চলে গেলেন , আর তাকে ফিরে পেলাম না । এমনি ভাবে ,এ আসরে ছিলেন কানাডার পলাশ ভাই ,স্পেনের জবলুল ভাই ,সঊদি আরবের  মুনীর ভাই , মহিউদ্দিন হেলাল ভাই , পরিপূর্ণ কবি কাজী সাগর , দিগ্বিজয়ী কবি মহারাজ , ইংল্যান্ডের জাহিদ ভাই । কবিতার কক্ষপথে আবার আসবে ফিরে সেই গ্রহরা, আশায় থাকি আজও  ।
যেখানেই থাকুন না কেন আপনারা , জানবেন আপনাদের ভুলিনি কখনো ,অবিস্মরণীয় কাব্য সম্ভারে কবি-মনের আকাশে আপনারা নক্ষত্র হয়েই রইবেন অনাদি ।