চাক দেখিয়ে মধুর বড়
সম্ভাষণেই ফোটাও হুল
এমন গাছের এত্তো কাছে
এগোবো না আর এক চুল।


প্রলোভনের শিকার আমি
অবুঝ মনেই ছিলো ভুল
অভিজ্ঞতার অভাব ছিলো
না জানাটাই দোষের মূল।


গুন গুনিয়ে গান শুনিয়ে
মন করেছো মোর বেভুল
মোর বাগিচার নিচ্ছ মধু
রিক্ত করেই সকল ফুল।


তোমারই বা দোষ কি বল
রক্ষা করছো নিজের কূল
আমিই বরং বোকা হলাম
বন্ধু ভেবে তোমায় অতুল।