ক্যারিয়ার ,অমিত সাফল্যের হাইওয়ে ধরে ছুটছি আমি
হুড নামান স্পোর্টস কারের তীব্র গতি স্পীডো-মিটারের
শতকের দাগ পেরিয়েছে কখন যেন--
ছুটছি আমি দুরন্ত মনে , উড়ছে আমার চুল উন্মাদ বাতাসে--
উড়ছে আমার সামার-স্যুটের প্রান্ত পত পত করে দিগ্বিজয়ী পতাকা হয়ে
আসলে উড়ছি আমি মুক্ত-বিহঙ্গের মতো দায়হীন নির্দয় আকাশে।


অকস্মাৎ , সামনে এলো বাঁধা --
গোটা কতক সাড়ি বাঁধা স্পীড-ব্রেকার।
আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এমন নয় যে
আমি সহজেই পার হয়ে যাবো তা--
ছেড়ে আসা প্রিয় সঙ্গিনী, সন্তান,চিরচেনা আবাস,
বড় দূর্লংঘ এসব বাধা--মায়ার বাঁধন ।
কি ফেলে আমি কিসের পিছনে ছুটছি?
জীবনতো অনন্ত নয় ,কবে পাবো আমি এই সময়?
নিঃসঙ্গ সফল মানুষের চেয়ে মায়ায় বন্দী সুখী মানুষ হওয়া
ঢের ঢের ভালো------
“ নো ইউটার্ণ “ লেখা রোড সাইনের স্ট্যান্ডে ঘষা দিয়েই
ঘুরলো আমার স্পোর্টস কার--
সটান  শার্প ইউটার্ণ --ফিরছে গাড়ী বাড়ীর পথে--
নিশীথের ইথারে কাঁপছে আমার উপলব্ধির উচ্ছ্বাস--
“ হ্যালো , জেগে আছো তুমি?  ফিরে আসছি আমি,
যাচ্ছিনা আর দূরে, তোমাদেরকে ফেলে ।”