মুঠো ভরে রোদ নিয়ে আসতে চাইছে মন
ভিজতে চাইছে তুমুল বর্ষণের শান্তিধারায়
ঘাসের ঢেউ সাঁতরে তুলে আনতে চাইছি ঘাসফুল,
খোলা আকাশের বুকে কতোদিন দেখাহয় না
আনমনে ভেসে চলা চিলেদের গায়ে রোদ মাখা
নদীর ছলাত-ছল শব্দ কতো দিন কানে বাজে না আমার!
কতো কাল আগে সমূদ্রের গর্জন বুকে উল্লাসের মাদল
বাজিয়ে গিয়েছিলো ,ভুলে গেছি তাও---
শিউলী গাছের তলে ফুল কুড়াতে গিয়ে শরতকে
ভালোবাসার কথা বলা হয় না আর----
আহা! শুভ্র মেঘদলের ছায়ায় আজও বোধহয়
দোলে কাশবন তেমনই --আমার সাথে হয় না দেখা তাদের।
বসন্তের কোকিল কন্ঠে আজো কি নাচে শিমূলের রক্তিম শাখা ?
সব, বড় দুষ্প্রাপ্য হয়ে গেছে আজ আমার জীবনে ----


পঙ্গু একজন মানুষ নিরালায় শুধু চার দেয়ালকে
শোনায় স্বপ্নীল সেই ছবিগুলোর কথা ---------
কার্ণিশের কোন ঘেষে নামা টুকরো রোদ পা ছুঁয়ে গেলে
বাইরের পৃথিবীর দুষ্প্রাপ্য ছবিগুলো ভেসে ওঠে
মনে বার বার ----
বুকের বেদনা বাষ্প কখন যেন বর্ষণ হয়ে নামে দু’চোখে ।