এভাবে নিজেকে হারাতে নেই--
এভাবে প্রাণের শেকড় ছড়াতে নেই অন্য প্রাণে
শেকড় ছেঁড়া জীবন বৃক্ষের অসার অস্তিত্ব
শোকের স্তম্ভ হয়ে নিথর দাঁড়িয়ে আছে আজ তাই ।


তুমিহীনা বেদনার নীল আকাশে
নিঃসঙ্গ বিহঙ্গ হয়ে উড়ছি তাই, যাচ্ছেতাই ভঙ্গীতে
অশ্রুর লোনা জলে চলে মন্থর সন্তরণ
নিস্তরঙ্গ সময় বহতা যেন সে বহুকাল ধরে।
ধূসর মনের অরণ্যে ক্ষোভের অগ্ন্যুৎপাতে
উড়ছে ছাই বিষণ্ণতার--


স্মৃতির ধূলো কণায় চাপা পড়ে গেছি আমি
হাসি ,আনন্দ, অভিমান, কান্নার স্মৃতি -কণার সাইমুমে
আমার সমাধি হয়েছে সময়ের বালিয়াড়িতে।


মৃত সম্পর্কের জীবন্ত এপিটাফ হয়ে ঘুরছে জীবন অচেনা অক্ষে
এ জীবন আমার নয় , এ আমার হতে পারে না ,
আমি ছিলাম জীবনে , যখন ছিলে তুমি ।