মনে মনে আমি আকাশটা ছুঁই
মনে মনে ঘুরি বিদেশ বিভূঁই
সাগর অতলে কতো দিই ডুব
গভীর অরণ্যে ঘুরেছিও খুব ।


মনে মনে আমি যাই কিছু সাজি
খুশী খুশী মন তাতেই তো রাজি
রাজা সেজে চলে রাজ্য শাসন
খেয়ালের খেলা মানে না বারণ ।


মনে মনে আমি কতো কিই ভাবি
অজানা দোরের পেয়ে গেছি চাবি
সময় হারায় স্বপ্নেরই ঘোরে
পংখীরাজের দু’ডানাতেই চড়ে ।


মনে মনে ডুবি করুণ রসেও
মাঝে মাঝে মরেছি তিক্ত কষেও
ভেসেছি অচেনা দুঃখেরও বাণে
জন্ম তার কোথায়, কে তা জানে?


মনে মনে রেগে হয়ে গেছি টং
কেউ তা না বুঝে, বলেছে এ ঢং
কেমনে বোঝাই ,ঐ অবচেতনে
গড়ছে এ সব বড় সযতনে ।


মনে মনে কতো চলে অভিসার
মন দেয়া নেয়া কি যে দুর্বার
মনে মনে কতো নিজেকে সাজাই
ঘুড়ি হয়ে উড়ি নাটাই ছাড়াই।


মনে মনে খেলা চলে অনিমেষ
শত কাজ মাঝে রয়ে যায় রেশ ।