তথ্যরা ঘুরছে আমাদের চারপাশেই
ঢুকছে তা মনের ঘরেও ক্ষণিকের অতিথি হয়ে
যথাযথ গুরুত্ব না পেয়ে হারিয়ে যায় এঁরা
নয়তো পড়ে থাকে পরিত্যাক্ত হয়ে এক কোণে।
গুরুত্বপূর্ণ তথ্যেরা যথেষ্ট মর্যাদা যদি পেয়েই যায়
কঠিন সিদ্ধান্তের এক শক্তিশালী সমর্থক হয়ে যায় তারাই।
ভাগ্যকে বরাবর মেনে নিতেই যেন বাধ্য আমরা,
অথচ খুব গভীর পর্যবেক্ষণে পরিলক্ষিত হয়
সঠিক সময়ের সঠিক তথ্য ভাগ্যকেই সুপ্রসন্ন করে।
এই তথ্যের আনুকূল্যও কি ভাগ্যেরই হাতে?
নাকি আমাদের দূরদর্শী তথ্য সংগ্রহ কি সংরক্ষণের
প্রচেষ্টাই প্রকৃত প্রশংসার দাবীদার ?
ভাগ্য সহায় হোক আর নাই হোক
তথ্য, তত্ত্ব মানুষকে অবশ্যই ঋদ্ধ করে তোলে---
আত্বস্থ করা তথ্যসমূহের প্রাবল্যেই , তাদের যথাযোগ্য প্রয়োগেই
বিজ্ঞ ব্যাক্তিরা হন ভাগ্যজয়ী ।