ঝকঝকে সুউচ্চ ইমারতগুলোর আকাশ ছোঁয়া
বিশালতার দিকে তাকিয়ে আমার
শ্রমিকের অনুপম কীর্তির কথাই মনে আসে বারবার
তাদেরই অক্লান্ত শ্রমের স্বাক্ষর হয়ে আছে দাঁড়িয়ে
বিস্ময়কর কতো সৃষ্টি --
চকচকে দেয়ালে সে ইমারতগুলোর যেন
শ্রমিকের ঘামেরই পালিশ-
স্বেচ্ছাশ্রমে হয়নি এই নির্মান ,
মানুষ শ্রমিক হয়েছে অভাবের অভিসম্পাতে-
মৌলিক চাহিদা পূরণের বাধ্যবাধকতাই
ধাবিত করেছে তাদের কায়িক শ্রমের অভ্যাসে -
সেই অভ্যস্ত হাতের ছোঁয়ায় সৌন্দর্য্য পেয়েছে
নগর কি গ্রামগুলো ।
যাদের শ্রম কিনে তৈরী করা হয়েছে এতো
আয়েশি -মনোহর স্থাপত্য
তারা কি শুধু সুনির্মানের নীরব সাফল্যেই
সন্তুষ্ট নাকি জীবন বাঁচানোর সামান্য মজুরীটুকু
পেয়েই আশ্বস্ত ?


কেউ রাখেনা দরিদ্র দক্ষ মানুষদের মনের খবর
তাদের কর্ম দক্ষতা আর শ্রমের ক্ষমতাই যে শুধু বিবেচ্য ।