জটিল বুদ্ধিবৃত্তির প্রয়োগেই জীবনটাকে
সহজ করতে চাইছে আজকের পৃথিবীর বিজ্ঞান--
অনেক সহজের সহজলোভ্যতায় জীবনের লব্ধিই
আবারো জটিলতারই অভিমুখে---
কায়িক শ্রমকে কাবু করতে এসেছে জটিল যন্ত্রপাতি
বহুত মাথা খাঁটিয়ে আমরা হাতের খাটাখাটুনিকে
চাইছি দিতে অব্যাহতি ---
অব্যাহত প্রচেষ্টায় এসেছে সফলতাও
দশ শ্রমিকের কাজ করছে এক এক রোবট শ্রমিক
মানুষ শ্রমিক অনাহারে, পায় না পারিশ্রমিক।
দিনে দিনে বাড়ছে এই ধরণীতে মানুষ,অভাব সাথী করে
কাজই তো মানুষের জীবন রক্ষার হাতিয়ার , সর্ব বিচারেই--
উপার্জনের যোগ্য কাজই যদি না থাকে
কি করে বাঁচবে শ্রমিক ?
মুনাফা-মগ্ন মালিকদের মন্ত্রণায় যন্ত্রের আগ্রাসী যন্ত্রণায়
উপেক্ষিত অভাবী শ্রমিকেরা---
গভীর ভাবনায় উঠে আসা বোধ বলে --
আমাদের এই সভ্যতা ঋণী --শ্রমের কাছে , শ্রমিকের কাছে ,
আরো সূক্ষ্ম চিন্তায় --অভাবের কাছেই।
মনুষ্যত্ববোধের অন্যতম উপাদান --কৃতজ্ঞতা জানায়---
শ্রমক্ষেত্র আর শ্রমিকের ভারসাম্য রক্ষা আজ সময়েরই দাবী।