প্রথমেই থামতে শিখতে হয়
গুজবের গন্ধে মশগুল হবার আগেই
উৎসের সন্ধানে সজ্ঞানে যাওয়া চাই ।
সিদ্ধান্তের আগে চাই বিভ্রান্তির অবসান
ধোঁকায় বোকা হওয়া যায় সহজেই
কঠিন যেহেতু থামতে শেখাটা ।



মানুষের কিছু কিছু দোষ থাকেই
কিছু কিছু মানুষের বেশ কিছু দোষও তো থাকে
ভুলকেও কি দোষই ধরে নেয়া যায় ?
অসাবধানের ভুলকে কি ভুলে যাওয়া যায় না ?
দোষারোপে দগ্ধ মনে হীনমন্যতার হিম জমে
তাই আরোপিত দোষের আড়ালের ভুলগুলো
কি পারে না মানুষকে একটু রেহাই দিতে ?



‘তপ্ত’ আর ‘উষ্ণতার’ পার্থক্য বোঝ না?
বুঝলে না হৃদয়ের উষ্ণতায় উৎসারিত আহ্বানে
‘তপ্ত মৌনতা’ প্রকাশে প্রত্যাখ্যান কতো ব্যথা
হয়ে পিষে প্রফুল্লতা মনের।
উষ্ণ, কোমলতার অনুভব যার আছে
সেই পারে শুধু বুঝি হৃদয়ের উষ্ণতা অনুধাবন করতে ।