আমাদের এই শহরটা বড় নিরিবিলি ছিলো
ছিমছাম বাড়িঘর ,মাঠঘাট ,রাস্তাগুলোতে
ব্যাস্ত মানুষগুলোকে বড্ড নিরীহ মনে হতো
যেনো জীবন, সংসার আন্তরিকতার এক
সৌম্য সৌন্দর্য্য ঘেরা আনন্দে নিমজ্জিত।


হঠাতই ঝড় এলো---
এলো বিভেদের দুর্ভাগ্যজনক দেয়াল
অসুস্থ রাজনীতির কুটিলতায় বদলে গেলো
শান্তশিষ্ট সেই মানুষগুলো--
কেউ তাড়া করছে ,কেউ পালাচ্ছে
দুঃস্বপ্নের মঞ্চায়ন পর্ব যেনো।
প্রতিপক্ষকে ঘায়েল করতে ছুটলো মিথ্যের বাণ
বিষোদ্গারের কারাগারে বন্দী হলো মনুষ্যত্ব
চেনা জানা চেহারাগুলোর রূপান্তরিত রূপ
বড় বীভৎস বিভীষিকাময় হয়ে দিলো দেখা --
এমন বদলে যেতে পারে মানুষ ?


যেনো কালো যাদুর মায়াজালে, অশুভ স্পর্শে
জেগে উঠেছে অচেনা এক ভীতিকর দানব--
জিঘাংসা ছড়ানোর আদর্শবাহী এসিড বৃষ্টিতে
ঝলসে গেলো আমাদের নিরিবিলি শহরটাই
মানুষের ওপর কর্তৃত্ব আর সম্পদ লুন্ঠনের লোভ
মানবকে বানিয়েছে দানব--
তথাকথিত আদর্শের কাঁধে বন্দুক রেখে এভাবেই
আজকাল শক্ত মনের কিছু মানুষ গুলি চালিয়ে যায়
শান্তিকামী খুব সাধারণ মানুষগুলোর দিকে।


আমাদের শান্ত শহরটা  জ্বলছে---
কেউ জানে না কবে, কিভাবে নিভবে আগুন
মানবতার ক্ষরা পীড়িত এই শহরের মানুষেরা
উর্ধ্বনেত্রে তীতীক্ষায় একটু শান্তির বারিধারার আশায়